কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মতো রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় অবৈধ দখল উচ্ছেদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মতো রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এর জন্য অভিযান স্থলের আশেপাশের এলাকায় লোকজনের চলাচল সীমিত রাখা হয়েছে।
শুক্রবার সকাল ১১টা থেকে অভিযান শুরু করে ডিএনসিসি। পে লোডার, বুলডোজার, হ্যামার ড্রিল ভেহিকেলসহ প্রায় ছয়টি ভারী যন্ত্রপাতি আনা হয়েছে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য। বৃহস্পতিবার এ এলাকার অবৈধ দখল উচ্ছেদে আসলে দখলদারদের সঙ্গে সংঘর্ষ হয় প্রশাসনের। বিষয়টি বিবেচনায় রেখে শুক্রবারের অভিযানেও অতিরিক্ত পুলিশ ও রেব মোতায়েন করা হয়েছে।