কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের লাশ দাফনের স্থান পরিবর্তন করা হয়েছে
- আপডেট সময় : ০১:৪২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের লাশ দাফনের স্থান পরিবর্তন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গোরস্থানের পরিবর্তে তাকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দাফন করা হবে। রাজশাহীর নিজ বাড়ীতে সোমবার রাতে তিনি ইন্তেকাল করেন।
শহীদ মিনার প্রাঙ্গণে প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে হাসান আজিজুল হকের মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ তাঁর মরদেহে ফুলেল শ্রদ্ধা জানাতে শুরু করেন।
নাট্যজন অধ্যাপক মলয় ভৌমিক জানিয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে সমাহিত করা হবে জ্ঞানের বাতিঘর অধ্যাপক হাসান স্যারকে। আজ দুপুরে হাসান আজিজুল হকের মরদেহ শহীদ মিনারে নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁর দাফনকাজ সম্পন্ন করা হবে।
গতকাল সোমবার রাত সোয়া ৯টার দিকে রাজশাহী নগরীর চৌদ্দপাই এলাকার নিজ বাসভবন উজানে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র হাসান আজিজুল হক। আজ মঙ্গলবার সকালে গোসলের কাজ সম্পন্নের পর কাফনে জড়ানো কফিন রাখা হয় তাঁর বাসার সামনে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ছাড়াও কবি-সাহিত্যিকেরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। তাঁরা হাসান আজিজুল হকের জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন।