কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহতরা ডাকাত ও মাদক ব্যবসায়ী

- আপডেট সময় : ০২:২১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
রেবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ পাবনার রাজাপুরে আমিন শেখ ওরফে ডাকাত আমিন এবং কক্সবাজারের টেকনাফে রুবেল নিহত হয়েছে। রেবের দাবি নিহতরা ডাকাত ও মাদক ব্যবসায়ী।
গেল রাত তিনটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের রাজাপুর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, বেশকিছু ধারালো অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। নিহত আমিন পাবনা সদর উপজেলার গয়েশপুর পয়দা গ্রামের এসকেন শেখের ছেলে। রেবের দাবি, তিনি ডাকাত দলের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে তিনটি হত্যা ও তিনটি অস্ত্র মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে।
এদিকে, ভোরে কক্সবাজারের টেকনাফ সদরের বড় হাবির ছড়া নতুন মেরিন ড্রাইভ এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে মো. রুবেল। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশি ওয়ানশুটার গান, ১০ হাজার পিস ইয়াবা, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও দু’টি খালি খোসা উদ্ধার করা হয়েছে। নিহত রুবেল টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া জুম্মাপাড়া এলাকার সিদ্দিকের ছেলে। সে মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী রোহিঙ্গা গ্রুপের সদস্য ছিল বলে জানিয়েছে রেব।