কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গা মাদক ব্যবসায়ী সাদেক নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে রেবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গা মাদক ব্যবসায়ী সাদেক নিহত হয়েছে।
গেল রাত ২টার দিকে লেদা রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। কক্সবাজার রেব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, সোমবার সন্ধ্যায় রোহিঙ্গা ক্যাম্পে রেব মাদক বিরোধী অভিযানে গেলে অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসীরা গুলি ছুঁড়তে শুরু করে। আত্মরক্ষার্থে রেবও পাল্টা গুলি ছুঁড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশি করে গুলিবিদ্ধ সাদেকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৮ হাজার পিস ইয়াবা ও দেশী তৈরী ১টি অস্ত্র উদ্ধার করা হয়।