কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছে।
টেকনাফ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান জানান, ভোরে টেকনাফের নাফ নদীর জাদিমুরা পয়েন্টের শেকলঘেরা এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবর পেয়ে অভিযান চালানো হয়। এক পর্যায়ে মিয়ানমারের লালদ্বীপ থেকে একটি নৌকা যোগে কয়েকজন লোককে নাফ নদী অতিক্রম করে কূলের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়। এতে নৌকায় থাকা লোকজন বিজিবি সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়তে থাকে। বিজিবির সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে নৌকায় থাকা ৩ জন লাফ দিয়ে শূণ্যরেখা অতিক্রম করে মিয়ানমার দিকে পালিয়ে যায়। পরে এক রোহিঙ্গা মাদক পাচারকারীর মরদেহ উদ্ধার করা হয়।