কনকনে ঠান্ডায় বিপর্যস্ত বিভিন্ন জেলার জনজীবন
- আপডেট সময় : ১২:৩৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
- / ১৬০৪ বার পড়া হয়েছে
ঘন কুয়াশার মাত্রা কিছুটা কমলেও হিমেল হাওয়ার সাথে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত বিভিন্ন জেলার জনজীবন। আবহাওয়া অধিদফতর বলছে, বিভিন্ন জেলায় বৃষ্টির দেখা মিলবে দুই-এক দিনের মধ্যেই।
দিনাজপুরেও বৃষ্টির মত ঝরছে কুয়াশা। উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। তীব্র শীতে বিপাকে ছিন্নমূল মানুষ। খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। জেলায় সর্বনিম্ন ৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ৯৪ শতাংশ। এই অবস্থা আরো কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
পঞ্চগড়ে ঘন কুয়াশায় ঢাকা রাস্তা-ঘাট। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দিনরাত ঘন কুয়াশায় ঢেকে থাকে চারদিক। বৃষ্টির মত ঝড়ছে কুয়াশা। সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলছে যানবাহন। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ .২ ডিগ্রি সেলসিয়াস।
শীতের তীব্রতার মধ্যেই দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ঘন কুয়াশা কমেছে, কিছুটা বেড়েছে তাপমাত্রা। শীতার্তদের রক্ষায় সরকারি-বেসরকারি পর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।
এদিকে, চুয়াডাঙ্গায় মাঘের শীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বেড়েছে জনদুর্ভোগ। ৪ উপজেলায় বৃষ্টি হয়েছে। গত দুই দিনের ব্যবধানে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
নেত্রকোনায় ১৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। হিমেল বাতাসে শীতের তীব্রতা অপরিবর্তিত। ভোগান্তিতে সাধারণ মানুষ। আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন অনেকেই।
সিরাজগঞ্জে তাপমাত্রা বাড়লেও কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। জেলার তাপমাত্রা রেকর্ড করেছে ১২ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতের সঙ্গে বৃষ্টিতে চরম দুর্ভোগে মানুষ।
মৃদু শৈত্যপ্রবাহ বইছে কিশোরগঞ্জে। দেখা মিলছে না সূর্যের। গত কয়েকদিনের মৃদু শৈত্যপ্রবাহে স্থবির জনজীবন। শীতের প্রভাব পড়েছে বোরো ধানের আবাদে। হুমকির মুখে জেলার ১ লাখ ৬৬ হাজার ৫০০ হেক্টর জমির ধান। তীব্র ঠান্ডায় ধানের চাড়া নষ্ট হওয়ায় বিপাকে কৃষক।
পটুয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। শীতের তীব্রতা বেড়ে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ২৪ ঘন্টায় ১০.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫.৪ ডিগ্রী সেলসিয়াস।