কপোতাক্ষের জোয়ার-ভাটার স্বপ্ন দেখছেন খুলনাসহ কয়েক হাজার পরিবার
- আপডেট সময় : ০৪:৪৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
কপোতাক্ষের জোয়ার-ভাটার স্বপ্ন দেখছেন খুলনাসহ তিন জেলার কয়েক হাজার কৃষক পরিবার। এক যুগ ধরে মরা কপোতাক্ষের তিন ফসলী জমি ছিলো কৃষকদের গলার ফাঁদ।
কিন্তু নদের জলাবদ্ধতা দূরীকরণে কাজ শুরু হওয়ায়, অভিশাপ মুক্তির স্বপ্ন দেখছেন তারা। কপোতাক্ষ খননে এ অঞ্চলে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে বলে মনে করেন স্থানীয় সাংসদ ও পানি উন্নয়ন বোর্ড।
খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার সীমানায় এক সময়ের দাপুটে নদ কপোতাক্ষ। তবে ভরাটের ফলে, ২০০৬ সাল থেকে অস্তিত হারাতে শুরু করে। ধীরে ধীরে তা ভয়াভয় রূপ নেয়।
এক যুগ ধরে মরা কপোতাক্ষের প্রভাবে তিন ফসলী হাজার হাজার বিঘা জমি হয়ে ওঠে কৃষকদের গলার ফাঁদ। বর্ষা মৌসুমে আসলে বাড়ি ছাড়তে হতো স্থানীয়দের। এ অবস্থায় সরকার কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণে ৫৩১ কোটি ৭ লাখ টাকার প্রকল্প গ্রহণ করে।
মরা কপোতাক্ষের জোয়ার-ভাটার স্বপ্ন দেখছে হাজারও কৃষক পরিবার। চরের বন্দোবস্ত জমিতে করা পাকা বাড়ি-ঘর, জমি ও স্থাপনা হারিয়ে তাদের আক্ষেপ নেই। তারা এখন দীর্ঘ জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তির পাশাপাশি তিন ফসলী জমি আবাদ করে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন।
পানি উন্নয়ন বোর্ড জানায়, চার জেলায় তিন নদীতে ১৭৩ কিলোমিটার খনন করা হলে, এক লাখ ২২ হাজার হেক্টর জমির জলবদ্ধতা দূর হবে। সেচ সুবিধা ও নৌ যোগাযোগ স্থাপিত হবে।
আর স্থানীয় সাংসদ বলছেন, কৃষি ও মৎস চাষীসহ এ অঞ্চলের মানুষের জন্য কপোতাক্ষ নদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
২০২০ সালের জুলাইয়ে শুরু হওয়া প্রকল্পটি ২০২৪ সালের জুনে শেষ হবে।