কবরস্থানে সাইনবোর্ড টাঙানো নিয়ে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধ : মূল হোতা গ্রেফতার
- আপডেট সময় : ০৫:৫৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বাকলিয়ায় মৌলভি বাড়ির কবরস্থানে সাইনবোর্ড টাঙানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মূল হোতা এয়াকুবসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
দুপুরে সিএমপি উপ-কমিশনার দক্ষিণ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ পুলিশ কমিশনার বিজয় বসাক। গত ১১ জুন বাকলিয়া থানার আব্দুল লতিফ হাটখোলা রোডের বড় মৌলভী বাড়ির পারিবারিক কবরস্থানে বিনামূল্যে কবর দেয়া হয়, উল্লেখ করে সাইনবোর্ড লাগাতে গেলে এলাকার ভূমিদুস্য ইয়াকুব, ওসমান গং অস্ত্র নিয়ে মুক্তিযোদ্ধা মরহুম ইব্রাহিমের পরিবারের ওপর সশস্ত্র হামলা চালায়। এসময় চার জন গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হন। প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলার ঘটনায় তোলপাড় শুরু হয় চট্টগ্রামে।পরে ভিডিও ফুটেজ দেখে আসামী শনাক্তের পর ১৫ দিন ধরে অভিযান চালিয়ে গেল রাতে মিরসরাইয়ের জোরারগঞ্জ ও ঢাকার পল্টন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী হাটখোলা চাঁন্দগাজী রোডের শেষ মাথার খালের পার থেকে ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।