কবির বাহিনীর মূলহোতা কবির হোসেন ও তার সাত সহযোগী গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
- / ১৭৪৪ বার পড়া হয়েছে
কবির বাহিনীর মূলহোতা কবির হোসেন ও তার সাত সহযোগীসহ মোট আটজনকে দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার করেছে রেব-২। গতরাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়|
দুপুরে ঢাকার কাওরানবাজারে রেব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকার মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে ছিনতাই ও চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে হত্যা, গণধর্ষণ, অগ্নিসংযোগ, চাঁদাবাজি, মারপিটসহ সর্বমোট ২৪টি মামলা রয়েছে। মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে কবির বাহিনীর আট সদস্যকে গ্রেপ্তার করে রেব। এসময় জব্দ করা হয় একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন, ছোরা, চাকু, চাপাতি, ৪১৭ পিস ইয়াবা এবং ৭টি মোবাইল ফোন।