কমছেই না বাজারের উত্তাপ, সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ-ডিমের দাম
- আপডেট সময় : ০২:৫৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও বেড়েছে ডিম ও মাছের দাম। আর সবজির দামে মিশ্র প্রবণতা থাকলেও অপরিবর্তিত রয়েছে চাল, ডাল, আটা, তেল চিনি সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সব পন্য। এদিকে ডিজেল এবং কেরোসিনের দাম বাড়ানোর ফলে নিত্য পণ্যের দাম আরেক দফা বাড়ার আশঙ্কা ভোক্তাদের।
শীত আসতে আর বাকি নেই। তাই তো বাজার ভর্তি শীতকালীন সবজিতে। সরবরাহ ঠিক থাকলেও চড়া দামই বিক্রি হচ্ছে সব ধরণের সবজি। কেজী প্রতি সর্বনিম্ন ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে সবজি।
সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও বেড়েছে ডিম ও মাছের দাম। এ কারনে ক্ষুব্দ ক্রেতারা। বরাবরের মতই ভোক্তাদের দাবি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর।
গেল কয়েকমাস থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম উর্দ্ধমুখী। এর মধ্যে লিটারে ১৫ টাকা করে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে সরকার। যার প্রভাবে নিত্য পণ্যের দাম আরেক দফা বাড়ার আশঙ্কা ভোক্তাদের।