কমনওয়েলথ গেমসের নারী বাছাইপর্বে বড় জয় বাংলাদেশের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
কমনওয়েলথ গেমসের নারী বাছাইপর্বে বড় জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৮ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা।
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশর বোলিংয়ের তোপের মুখে পরে স্বাগতিকরা। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ৪৯ রান। দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন মাত্র দুজন। উইনিফ্রেড দুরাইসিঙ্গাম ১২ ও মাস এলিসা ১১ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতেই ৩৮ রান যোগ করে লাল-সবুজের প্রতিনিধিরা। ৪টি চার ও ১টি ছক্কায় ১৯ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন শামিমা সুলতানা। মুর্শিদা খাতুন করেন ১৪ রান। এরপর নিগার সুলতানা ৩ ও ফারজানা হকের ৭ রানের ওপর ভর করে ৮ উইকেট হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচ সেরা হন বাংলাদেশের রুমানা আহমেদ।