কমানো হয়েছে হজ প্যাকেজ মূল্য
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
- / ১৫৯০ বার পড়া হয়েছে
চলতি বছরের জন্য কমানো হয়েছে হজ প্যাকেজ মূল্য। গত বছরের তুলনায় ৩০ শতাংশ কম খরচে এবার হজ পালনের সুযোগ পাবেন মুসল্লিরা।
হজ ও উমরাহ মন্ত্রণালয় জানায়, ‘ইকোনোমিক হজ প্যাকেজের’ প্রায় ৯০ ভাগ ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। সৌদির অভ্যন্তরীণ যে হজ প্যাকেজ আছে সেগুলো কোম্পানির সেবার মানের ওপর ভিত্তি করে কয়েকটি ক্যাটগরিতে ভাগ করা হয়েছে। হজ ক্যাম্পে সেবার মান দেখে তা নির্ধারণ করা হবে। এর আগে একসঙ্গে পুরো অর্থ পরিশোধের নিয়ম ছিল। এবার হজ পালনে আগ্রহীদের আগে নিবন্ধন করতে হবে। পরে ৭২ ঘণ্টার মধ্যে প্যাকেজের ২০ শতাংশ অর্থ পরিশোধ করে নিজের যাত্রা নিশ্চিত করতে হবে। বাকি ৪০ শতাংশ অর্থ দিতে হবে ২৯ জানুয়ারির মধ্যে। আর শেষ ৪০ শতাংশ অর্থ দেয়া যাবে ২৩ এপ্রিলের মধ্যে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধের পর হজ প্যাকেজ নিশ্চিত করা হবে। না হলে তা বাতিল হয়ে যাবে।