কমিক জগতের অমর চরিত্র টিনটিনের একটি ছবি সম্প্রতি প্রায় ৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে
- আপডেট সময় : ০১:৫৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
কমিক জগতের অমর চরিত্র টিনটিনের একটি ছবি সম্প্রতি প্রায় ৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে । বিশ্বজুড়ে সমান জনপ্রিয় অভিযাত্রী টিনটিনের এই ছবিটি আঁকেন এর স্রষ্টা জর্জেস প্রসপার রেমি । হার্জ নামেই যিনি পরিচিত ।
১৯৩৬ সালে বেলজিয়ান কার্টুনিস্ট হার্জ, টিনটিনের অ্যালবামের জন্য এই ছবিটি আঁকেন। কিন্তু সম্পাদক জ্যাঁ পল কাস্টারম্যান সেটি বাতিল করে দিলে , তা উপহার দেন কাস্টাম্যানের সাত বছরের ছেলেকে। জ্যাঁ লুই কাস্টারম্যান সেই অমূল্য উপহার যত্ন করে রেখে দেন ড্রয়ারে। ২০০৯ সালে মৃত্যুর আগ পর্যন্ত যেটি বিক্রি করেননি তিনি। বছরের পর বছর ড্রয়ারে পড়ে থাকা সেই চিত্রকর্মই এবার হাজির হলো প্যারিসের নিলাম প্রদর্শনীতে। চড়ামূল্য দিয়ে যেটি কিনে নেন অজ্ঞাত এক ব্যক্তি। ছবিটিতে দেখা যাচ্ছে ,ছোট্ট সাংবাদিক টিনটিন তার কুকুর স্নোয়িকে নিয়ে প্রকান্ড একটি ড্রাগনের হাত থেকে বাঁচতে একটি ফুলদানির ভেতর লুকিয়ে আছে। বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় কমিক চরিত্রগুলোর মধ্যে টিনটিন অন্যতম। ক্ষুদে রিপোর্টার টিনটিন, মাথায় বাঁকানো লালচে-সোনালী চুল, আর সঙ্গী কুকুর স্নোয়ি, নানা রকম অ্যাডভেঞ্চার করে বেড়ায়। নিলামকারীদের আশা ছিল, শিল্পকর্মটি ২.৮ মিলিয়ন ইউরোতে বিক্রি হবে । তবে বলাই বাহুল্য তাদের আশা ছাড়িয়ে প্রায় সাড়ে তিন মিলিয়ন ইউরোতে বিক্রি হয়।