কমিশন গঠন করে জাতির পিতা হত্যার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হবে : আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
কমিশন গঠন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন, আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক। মন্ত্রীর নিজ বাসায় সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু হত্যার আসামী ফাঁসির সাজাপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনার কাজ অব্যাহত রয়েছে বলেও জানান আইনমন্ত্রী।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এমনকি এই হত্যাকান্ডের ৪১ দিন পর খুনিদের রক্ষা করতে বিচার বন্ধে সেই সময় ইনডেমনিটি অধ্যাদেশও জারি করে তৎকালীন সরকার।
পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ২১ বছর পর ক্ষমতায় এসে ১৯৯৬ সালের ১২ নভেম্বর এই আইন বাতিল করে। এর পরই শুরু হয় বঙ্গবন্ধু হত্যাকান্ডের কার্যক্রম।
এরপর দীর্ঘ আইনী লড়াইয়ের পর ইতিহাসের জঘন্যতম এ হত্যায় জড়িত ১২ আসামির মৃত্যুদণ্ড দেন আদালত। এর মধ্যে ২০১০ সালে পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০২০ সালে কার্যকর হয় আরো এক আসামীর। আর বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে আছে ৫ খুনি। আরেক খুনি আজিজ পাশা ২০০১ সালে জিম্বাবুয়েতে মারা যায়।
জাতির পিতার হত্যা মামলায় সাজা প্রাপ্ত আসামীদের ফিরিয়ে আনার অগ্রগতি জানাতে বৃহস্পতিবার গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন আইনমন্ত্রী। জানান হত্যার পেছনে যারা ষড়যন্ত্র করেছে তাদের চিহ্নিত করতে কমিশন গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
বিদেশ পালিয়ে থাকা আসামীদের ফিরিয়ে আনার কাজ অব্যাহত রয়েছে বলেও জানান আনিসুল হক।
করোনা পরিস্থিতির স্বাভাবিক হলে কমিশন গঠন এবং আসামীদের ফিরিয়ে আনার কাজ আরো গতিশীল হবে বলেও জানান আইনমন্ত্রী।