কয়েক ঘণ্টার বৃষ্টিতেই তলিয়ে যাওয়ায় রাজশাহীর সড়কে চলছে নৌকা
- আপডেট সময় : ০৫:৩৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
কয়েক ঘণ্টার বৃষ্টিতেই তলিয়ে যাওয়ায রাজশাহীর সড়কে চলছে নৌকা। মহানগরীর বেশিরভাগ সড়কে জমেছে হাঁটু থেকে কোমর পানি। এতে বন্ধ হয়ে গেছে স্বাভাবিক যান চলাচল। জলবদ্ধতা তৈরি হয়ে ঘরবাড়িতেও উঠেছে পানি।এতে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। তবে সিটি কর্পোরেশন বলছে, বৃষ্টি থামার এক ঘন্টার মধ্যেই পানি নেমে যাবে।
বুধবার রাত দশটার পর থেকেই শুরু হয় বৃষ্টি, এরপর সারারাত ধরে চলে। বৃষ্টি থামেনি বৃহস্পতিবার বিকেল পর্যন্ত। কয়েক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে রাজশাহীর রাস্তাঘাট। বন্ধ হয়ে গেছে স্বাভাবিক যান চলাচল।
সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে জমেছে হাঁটু থেকে কোমর পানি। জলাবদ্ধতার কারণে অনেক এলাকার বাড়ি ঘরে পানি উঠেছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছে না। স্মরণকালে এমন চিত্র দেখেননি নগরবাসী।
নগরীর নিম্নাঞ্চলে জলবদ্ধতা দূরীকরণে সিটি কর্পোরেশন কাজ করছে বলে জানিয়ে নগর সংস্থার উপ-প্রধান পরিছন্ন কর্মকর্তা বলেন, বৃষ্টি থামার এক ঘন্টার মধ্যেই পানি নেমে যাবে। এ নিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহবান জানান তিনি।
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪৯ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা চলতি মৌসুমের সর্বোচ্চ রেকর্ড।