করনায় ৫ জেলায় ১২ জনের মৃত্যু
- আপডেট সময় : ০১:৩৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম, কক্সবাজার, সাভার, ময়মনসিংহ ও দিনাজপুরে ১২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে ৪ জনসহ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৯৭ জনের মৃত্যু হয়েছে। সকালে সিভিল সার্জন অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মৃতরা সবাই চট্টগ্রামের আশপাশের বাসিন্দা।
সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ১৬ জনে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফেরদৌসী আক্তার নতুন ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সাভারে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে আরো দু’জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, তারাকান্দা উপজেলার গৃহকর্মী অনুফা বেগম এবং সদরের বেসরকারি কর্মকর্তা ড. দেবাশীষ দাস। এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম।
এদিকে, দিনাজপুরের চিরিরবন্দরে করোনাভাইরাসে আক্রান্ত কমল চন্দ্র ওরফে নবাব নামে এক ব্যক্তি মারা গেছেন। গেল রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আজমল হক।
কক্সবাজারে করোনায় আক্রান্ত হয়ে আবদুল মোনায়েম খান নামে এই প্রথম এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ইংরেজি দৈনিক ফিনেন্সিয়াল এক্সপ্রেসের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। রাতে কক্সবাজার শহরের তারাবানিয়ারছড়া এলাকার পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।