করোনাকালে শহর ছেড়ে গ্রামে চলে গেছে এক কোটি মানুষ : ড. আবুল বারাকাত
- আপডেট সময় : ০৭:২৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারাকাত বলেছেন, করোনাকালে শহর ছেড়ে গ্রামে চলে গেছে এক কোটি মানুষ। দেশে এখন তৈরি হয়েছে নতুন দরিদ্র শ্রেণি। সকালে রাজধানীর ইস্কাটনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। কৃষিখাতেও এখন অর্থনৈতিক বৈষম্য চলছে। এভাবে বৈষম্য বাড়লে দেশ আরও সংকটে পড়বে বলে শংকা জানান ডক্টর বারাকাত।
রাজধানীর ইস্কাটনে প্রধান কার্যালয়ে সমিতির ২১তম দ্বি-বার্ষিক সম্মেলনের বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ অর্থনীতি সমিতি।
শুরুতেই সমিতির সভাপতি ড. আবুল বারাকাত জানান, আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দু’দিনের এই দ্বি-বার্ষিক সম্মেলন।
করোনাকালে দেশের অর্থনীতিতে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উল্লেখ করে ড. বারাকাত বলেন, এই খাতই এখন সবচেয়ে বেশি অবহেলিত।
বিশ্বে এখন পেশার সাথে রাজনীতির ধরণও পাল্টে যাচ্ছে বলে মন্তব্য করেন ড. আবুল বারাকাত।