করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু
- আপডেট সময় : ১২:৫৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
রাজশাহী, বরগুনা, কক্সবাজার ও গোপালগঞ্জে করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
করোনা উপসর্গে রাজশাহীর সংক্রামক ব্যাধি হাসপাতালে মোহাম্মদ মনির গাজী নামে এক যুবক মারা গেছে। সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস মোহাম্মদ খায়রুল আতাতুর্ক জানান, রাত একটার দিকে জ্বর-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মনির গাজী জরুরি বিভাগে আসলে ডাক্তার তাকে আইডি হাসপাতালে পাঠান। সেখানে সকালে সে মারা যায়। সে করোনা সংক্রমিত ছিল কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
বরগুনার বেতাগী উপজেলায় করোনা উপসর্গে খলিলুর রহমান নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ী বেতাগীর বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামে। গতরাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সিভিল সার্জন ডাঃ হুমায়ুন শাহিন খান জানান, খলিলুর রহমান জ্বর, সর্দি, কাশি, গলা ব্যাথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
কক্সবাজারে এই প্রথম করোনার উপসর্গ নিয়ে মোমেনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। রাতে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে মুমুর্ষু অবস্থায় ভর্তি হওয়ার পরপরই তিনি মারা যান। ওই নারী রামু উপজেলার গর্জনিয়া এলাকার বাসিন্দা। তার বয়স ৫০-এর কাছাকাছি। কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মহিউদ্দিন জানান, আগে থেকেই তার এ্যাজমা ও ডায়াবেটিস ছিলো। তবে পরে করোনায় আক্রান্ত হয়েছিলেন কিনা, তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাশপুর গ্রামে করোনার উপসর্গ- জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বাদল মন্ডল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আসাদুজ্জামান হাওলাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বাদল মন্ডল এক সপ্তাহ ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।