করোনার উৎপত্তিস্থল বন্ধ করা না গেলে সংক্রমণ ঠেকানো কঠিন হয়ে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
করোনার উৎপত্তিস্থল বন্ধ করা না গেলে সংক্রমণ ঠেকানো কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, স্বাস্থ্যবিধি অবহেলা করায় করোনার ঝুঁকি আরো বেড়েছে।
বিকেলে ঢাকার মহাখালীতে সিটি করপোরেশন মার্কেটকে করোনা হাসপাতাল ঘোষণার পর, পরিদর্শনকালে তিনি একথা বলেন। এসময় স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ভ্যাকসিন নিয়ে মানুষ বেপরোয়া হয়ে পড়ার কারণেও করোনা সংক্রমণ বাড়ছে। যে কারণে দেশে সংক্রমণের হার আগের তুলনায় ১০ গুন বেড়ে গেছে। এসময় তিনি বলেন, চলতি মাসের মধ্যে করোনার টিকা দ্বিতীয় ডোজ চলে আসবে। তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই হাসপাতালে ২শটি আইসিও ও ১২শ বেড প্রস্তুত রাখা হবে।