করোনার কারণে সারাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, করোনার কারণে সারাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে ।
একাদশ জাতীয় সংসদের শীতকালীন ও বছরের প্রথম অধিবেশনের রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, শিক্ষা-স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য, কর্মস্থানে নেতিবাচক প্রভাবের কারণে অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। তা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সময়াচিত সিদ্ধান্তে বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। তিনি আরও বলেন,বঙ্গবন্ধূর রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা,
দেশপ্রেম ও আত্মবিশ্বাস স্বাধীনতা অর্জনে সক্ষম হয়েছে বাংলাদেশ। যতদিন বঙ্গবন্ধুর আত্মা শান্তি না পাবে ততোদিন পর্যন্ত তার স্বপ্ন বাস্তবায়নের কাজ চালিয়ে যেতে হবে ।