করোনায় দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৭১৯ জন
- আপডেট সময় : ০৮:১৭:০১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
করোনায় দেশে আবারো একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ভাঙলো। এবার ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৭৯০ জন শনাক্ত হয়েছেন। এনিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৭১৯ জন। এদিন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। আর মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮৬ জনে। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। করোনার সংক্রমণের উর্ধ্বগতি ঠেকাতে সবাইকে হোমকোয়ারেন্টিন ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
করোনাভাইরাস বিষয়ক স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক জানান, দেশে ২৪ ঘন্টায় আগের রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ৭৯০ জনের করোনা শনাক্ত হয়েছে।
করোনার দক্ষিণ এশিয়া ও বিশ্ব পরিস্থিতির তথ্যাদিও জানান তিনি।
করোনা সংক্রমণের উর্ধ্বমুখি ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানান এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।
সংক্রমণ ঠেকাতে দেশে করোনা শনাক্তের পরীক্ষায় আইইডিসিআরের পাশাপাশি বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠানকে সংযুক্ত করার কথাও জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।