করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকারের কোন পরিকল্পনা নেই

- আপডেট সময় : ০৭:১৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে আপাতত করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকারের কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার ১৫ দিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও এই বছরের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। আগামী বছর থেকে শিক্ষাবর্ষ, সিলেবাস ও শিক্ষাদান পদ্ধতির ইতিবাচক পরিবর্তনের চিন্তা-ভাবনা চলছে বলেও জানান শিক্ষামন্ত্রী। সকালে ইরাব আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
শিক্ষা ব্যবস্থায় করোনার প্রভাব শীর্ষক ভার্চুয়াল এই আলোচনা সভার আয়োজন করে এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন- ইরাব। এতে অনলাইনে যুক্ত হয়ে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষকরা করোনার সময়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে করণীয় নির্ধারণে বেশ কিছু পরামর্শ তুলে ধরে এখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দেয়ার আহ্বান জানান।
সভায় যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, করোনার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা নেই সরকারের। তবে পাঠদান পদ্ধতিতে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি এই বছরের এইচএসসি পরীক্ষায় বিষয় কমানোর চিন্তা চলছে বলেও জানান তিনি।
সব সংকটে কিছু সম্ভাবনা তৈরি হয় জানিয়ে শিক্ষামন্ত্রী জানান- করোনায় শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি মন্ত্রণালয়ের জন্যও নতুন কিছু সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।