করোনা মহামারি থেকে বাঁচতে ভ্যাকসিনই শক্তিশালী হাতিয়ার
- আপডেট সময় : ০৮:৩৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
করোনা মহামারি থেকে বাঁচতে ভ্যাকসিনই শক্তিশালী হাতিয়ার। তাই যে কোন পরিস্থিতিতে এটি গ্রহণ করা সকলের জন্যই অত্যাবশ্যক বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তিনি বলেন, ১৮ বছরের কম বয়সী, গর্ভধারণ করেছেন এবং মূমুর্ষ রোগী ছাড়া যে কেউ স্বাভাবিকভাবেই এই ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। এদিকে, দেশের সকল মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে উৎপাদনে সক্ষমতা অর্জনের পাশাপাশি দ্রুততার সাথে প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিয়েছেন আইইডিসিআর-এর উপদেষ্টা ডা. মুশতাক হোসেন।
করোনা মহামারি থেকে সুরক্ষা পেতে অন্যদেশের মতো বাংলাদেশেরও প্রত্যাশা, এটি প্রতিরোধে কার্যকরী ভ্যাকসিন। বিশ্বের অনেক উন্নত দেশ না পেলেও সরকারের আন্তরিক প্রচেষ্টায় শনাক্তের এক বছর পূর্ণ হওয়ার আগেই কাঙ্খিত ভ্যাকসিন পায় বাংলাদেশ।
এরইমধ্যে সারাদেশে একযোগে ভ্যাকসিন গ্রহণ কার্যক্রম শুরু হলেও এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যমে। এর ফলে করোনা ভাইরাস নিয়ে আতংকিত থাকলেও ভ্যাকসিন গ্রহণে অনেকের মাঝেই তৈরি হয় বিরূপ প্রতিক্রিয়া ।
এদিকে, করোনা ভাইরাস মোকাবিলায় ভ্যাকসিন গ্রহণের যৌক্তিকতা তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, ভ্যাকসিন নিয়ে যে কোন নেতিবাচক প্রচারের জবাবই হলো এটি গ্রহণ করা।
এ সময় ভ্যাকসিন গ্রহণকারীর সীমাবদ্ধতার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর-এর উপদেষ্টা ডা. মুশতাক হোসেন জানান, বর্তমানে দেশে যে পরিমান ভ্যাকসিন আনা হয়েছে, তা ২০ ভাগ মানুষকে দেয়া যাবে।
যে কোন ভ্যাকসিন গ্রহণে স্বাভাবিক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে জানিয়ে করোনা ভাইরাস বিস্তার রোধে ভ্যাকসিন গ্রহনের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।