করোনা রোধে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন কার্যক্রম শুরু
- আপডেট সময় : ০১:৩৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
দেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। সকালে রাজধানীর নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। প্রথম দিনে ঢাকার দুই সিটি করপোরেশনের ১৮৬টি কেন্দ্রে আগামী ১৪ দিন এই কর্মসূচি চলবে। পর্যায়ক্রমে দেশের ২ কোটি ২০ লাখ শিশুকে ভ্যাকসিনের আওতায় আনা হবে।
দাপট কমলেও পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি প্রাণঘাতি করোনা ভাইরাস। সুযোগ পেলেই ধরন বদলে হানা দিচ্ছে কোভিড-নাইন্টিন। করোনা প্রতিরোধে বাংলাদেশের সাফল্য ধরে রাখতে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের আনা হয়েছে টিকার আওতায়।
১৬ শিক্ষার্থীকে পরীক্ষামূলক টিকা দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় এই কার্যক্রম। প্রথম দিনে টিকা দিতে পেরে খুশি শিশু ও তাদের অভিভাবকরা।
অভিভাবকদের মধ্যে শুরুতে সংশয় থাকলেও, নিবন্ধনের মাধ্যমে শিক্ষার্থীদের টিকার আওতায় এনে উচ্ছ্বসিত স্কুল শিক্ষকরা।
এই কার্যক্রমের আওতায় শুধু শিক্ষার্থী নয়, পথশিশুদেরও নিয়ে আসা হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।
শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের ৩০ লাখ ডোজ টিকা যুক্তরাষ্ট্র থেকে গত ৩০ জুলাই আনা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় তালিকা করে ৫ থেকে ১১ বছর বয়সী প্রায় ২ কোটি ২০ লাখ শিশুদের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।