করোনা সংকট মোকাবিলায় সমন্বিত রোডম্যাপ প্রণয়নে জাতিসংঘের প্রতি আহবান
- আপডেট সময় : ০২:১৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
মহামারি করোনা সংকট মোকাবিলায় সমন্বিত রোডম্যাপ প্রণয়নে জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫ তম অধিবেশনের সাইড লাইনে অনুষ্ঠিত সভায় ভার্চুয়াল বক্তব্যে এ আহবান জানান তিনি। এ সময় জাতিসংঘকে করোনার সংকট মোকাবিলায় চালকের ভূমিকা পালনের আহ্বান জানিয়ে এ লক্ষ্যে ছয় দফা প্রস্তাব পেশ করেন প্রধানমন্ত্রী। এই সংকট দূর করতে ২০৩০-এর এজেন্ডা, প্যারিস চুক্তি এবং আদ্দিস আবাবা অ্যাকশন এজেন্ডা ব্লুপ্রিন্ট হতে পারে বলেও মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সাইডলাইনে ‘করোনাকালে এবং পরবর্তিতে উন্নয়নের জন্য অর্থায়ন’ শীর্ষক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল সভায় বক্তব্যে রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনায় বাংলাদেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলেছে উল্লেখ করে পরিস্থিতি মোকাবিলায় তাঁর সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশের প্রতি উন্নত দেশগুলোর ওয়াদা পূরণ করতে হবে। এজন্য জাতিসংঘকে চালকের ভূমিকা নিতে হবে। আর্থিক সংকট মোকাবিলায় বিনিয়োগ বাড়ানো, শুল্ক ও কোটামুক্ত সুবিধা, অভিবাসী শ্রমিকদের সহায়তা অব্যাহত রাখাসহ ৬টি প্রস্তাব দেন শেখ হাসিনা। এরমধ্যে জলবায়ু সংক্রান্ত কার্যক্রম এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারে অর্থায়নের জন্য আরও জোর প্রচেষ্টার প্রতিও গুরুত্বারোপ করেন সরকার প্রধান।