করোনা সংক্রমণে বর্তমান পরিস্থিতির জন্য সরকারের চরম অবহেলা ও অজ্ঞতা দায়ী :মির্জা ফকরুল
- আপডেট সময় : ০৮:১৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
দেশে করোনা সংক্রমণে বর্তমান পরিস্থিতির জন্য সরকারের চরম অবহেলা ও অজ্ঞতাকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। বিকেলে ঢাকা মহানগরীর ভিন্ন জায়গায় হাত ধোঁয়ার বেসিন বসানোর কর্মসুচির ভার্চুয়াল উদ্বোধনের সময় এ অভিযোগ করেন তিনি। এ সময় অসুস্থ অবস্থার মাঝেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই মহামারী থেকে দেশের মানুষকে রক্ষার করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছেন বলেও জানান মির্জা ফকরুল।
সোমবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিরাপদে থাকার অন্যতম করণীয় সাবান দিয়ে হাত ধোঁয়ার জন্য বেসিন বসানোর কর্মসূচির আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এতে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহা-সচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ ফাউন্ডেশনের উর্ধ্বতনের কর্মকর্তারা।
পরে কর্মসুচির ভার্চুয়াল উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন, দেশের এই বিপর্যয়ের সময় সংগঠনটির এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।
এসময় তিনি অভিযোগ করেন, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতির জন্য সরকারে চরম অবহেলা ও অজ্ঞতাই দায়ী।
এছাড়া, বেগম খালেদা জিয়া অসুস্থতার মাঝেও দেশের জনগণের দোয়া করছেন বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফকরুল।