করোনাকালের এইচএসসি ও সমমানের ফল ভার্চুয়ালি প্রকাশ
- আপডেট সময় : ০৯:১১:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। করোনার জন্য পরীক্ষা ছাড়াই গড় পদ্ধতিতে এই ফল প্রকাশ করা হয়। এজন্য জেএসসি-জেডিসিতে প্রাপ্ত নম্বরের ২৫ শতাংশ এবং এসএসসির নম্বরের ৭৫ শতাংশ ধরে ফল গণনা করা হয়েছে। তবে ফেল করানো হয়নি কাউকেই। গণভবন থেকে ভার্চুয়ালি ফল ঘোষণা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষাবর্ষ নষ্ট না করতে পরীক্ষা ছাড়াই এবার ফল প্রকাশ করা হলো। বিশেষ পরিস্থিতিতে এই ফল প্রকাশ নিয়ে বিরূপ মন্তব্য না করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফেব্রুয়ারি-মার্চের সবশেষ করোনা পরিস্থিতি পর্যবেক্ষণের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
গত বছরের ১ এপ্রিল শুরু হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে সংক্রমণ রোধে নেওয়া হয়নি এইচএসসি ও সমমান পরীক্ষা। তবে শিক্ষাবর্ষের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন পদ্ধতিতে নির্ধারণ করা হয়েছে এবারের ফল।
গণভবন থেকে ডিজিটাল পদ্ধতিতে এ ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানগন এ ফল তুলে দেন শিক্ষামন্ত্রীর হাতে।
বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ও পরীক্ষা না নেওয়ার কারণ ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী।
ফলাফল প্রকাশের পদ্ধতি নিয়ে বিতর্ক না করার আহবান জানান সরকার প্রধান।
করোনা পরিস্থিতি অনুকুলে থাকলে শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
এবার ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষা দেয়ার কথা ছিল। জেএসসি-জেডিসির ফলাফল থেকে ২৫ এবং এসএসসির ফল থেকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে ফল চূড়ান্ত করা হয়েছে। পরীক্ষার ফলে কেউ অসন্তুষ্ট হয়ে সংক্ষুব্ধ হলে রিভিউয়ের সুযোগ থাকবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।