করোনাকালে অর্থনীতির চাকা সচল রাখতে বেকারদের মনোবল চাঙ্গা করাই সরকারের বড় চ্যালেঞ্জ
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৭:২৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
করোনাকালে অর্থনীতির চাকা সচল রাখতে, চাকুরিহারা মানুষের মনোবল চাঙ্গা করাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থনীতিবিদরা। সংকট উত্তরণে কৃষিতে ভর্তুকি বাড়ানোর পাশাপাশি ক্ষুদ্র ঋণ সহায়তাকে দরিদ্র মানুষদের জন্য সহজলভ্য করার পরামর্শও দিয়েছেন তারা। পাশাপাশি উপযুক্ত মানবসম্পদ তৈরীতে, সাধারণ মানুষদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য মতে, করোনায় নতুন করে ১ কোটি ৬৪ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। নতুন দরিদ্রদের বেশির ভাগ এই মহামারিতে চাকরিহারা।
দেশের অর্থনীতির সূচকগুলোও কিছুটা নড়বড়ে। রাজস্ব আয়েও নেই কোনো সুখবর। এমনই এক কঠিন সময়ে আসছে ২০২১-২২ অর্থবছরের বাজেট।
এমন পরিস্থিতিতে আসছে বাজেট নিয়ে নিজেদের মূল্যায়ন তুলে ধরেন অর্থনীতিবিদরা।
চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে প্রশাসনিক স্বচ্ছতা ও কর্মক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশকে প্রযুক্তি নির্ভর হতে হবে এবং প্রস্তাবিত বাজেটে এ বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলেও মত দেন তারা।
দেশজ কৃষি জমির পুরোটাই আবাদ যোগ্য করার উদ্যোগ নিলে গ্রামীন অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন সুচিত হবে বলেও মত দেন অর্থনীতিবিদরা।