করোনাকালে ডিজিটাল প্ল্যাটফর্মের অনেক উন্নতি হয়েছে: বাণিজ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
চলতি অর্থবছরের ৪৮ বিলিয়ন ডলার রপ্তানি টার্গেট পুরনে যা যা করা প্রয়োজন, সরকার আন্তরিকতার সাথে তা করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, করোনাকালে অনেক সমস্যা ও উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। তবে ডিজিটাল প্ল্যাটফর্মের অনেক উন্নতি হয়েছে ।
বেলা সাড়ে ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আমদানি-রফতানি নিয়ন্ত্রণ অধিদপ্তরে র সঙ্গে সোনালী ব্যাংক লিমিটেডর ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ শীর্ষক সমঝোতা স্মারক স্বাক্ষর ও ই-পেমেন্ট কার্যক্রম উদ্বোধন করা হয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কার্যক্রমের উদ্বোধন করেন। গ্রাহক ভোগান্তি কমাতে ও বাণিজ্য সহজ করতে সোনালী ব্যাংকের সঙ্গে আমদানি-রফতানি প্রধান নিয়ন্ত্রক দপ্তরের এ সমঝোতা স্মারক করা হয়েছে। ফলে গ্রাহকরা সনাতন ধারার ব্যাংকে গিয়ে ম্যানুয়াল পেমেন্টের ঝামেলা থেকে মুক্তি পাবে। এতে তাদের সময়, যাতায়াত ও খরচ সাশ্রয় হবে। ঘরে বসেই এ পেমেন্ট করা যাবে।