করোনাকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ কিন্ডার গার্টেন স্কুল সংশ্লিষ্টরা
- আপডেট সময় : ০২:১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
- / ১৫১২ বার পড়া হয়েছে
করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নিজেদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ বলে দাবি করছে বরিশালের কিন্ডার গার্টেন স্কুল সংশ্লিষ্টরা। ঘুরে দাঁড়ানোর আশায় ঘরে বসে কষ্টে সময় পার করছেন তারা। এক বছরেরও বেশি সময় ধরে বেতন না পেয়ে ভাড়া বাসা ছাড়তে হয়েছে অনেককে। কেউ কেউ পেশা ছেড়ে দিয়ে চলে গেছেন গ্রামের বাড়িতে।
২০০৯ এ নগরীর কাশীপুর বাজার এলাকায় ভাড়া বাড়িতে ফুলকুঁড়ি শিশু নিকেতন গড়ে তোলেন সংগঠক কামরুন্নাহার কলি। ভালোভাবেই চলছিল কিন্ডার গার্টেনটি। কিন্তু, করোনায় সব তছনছ করে দিয়েছে। শেষ মাসের বাসা ভাড়া মিটিয়েছেন নিজের স্বর্ণালংকার বন্ধক রেখে। ভাড়া বাসা থেকে নামিয়ে দেয়ায় স্কুলে আশ্রয় দিয়েছেন শিক্ষকদের। একই অবস্থা বেশিরভাগ কিন্ডার গার্টেনের।
এই সময়ে অনেক শিক্ষক পেশা ছেড়ে দিয়েছেন। ভবিষ্যতে তাদের ফিরিয়ে আনা কঠিন হবে বলে মনে করেন, কিন্ডার গার্টেনের পরিচালক।
স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া জরুরি বলে মনে করে কিন্ডার গার্টেন ফোরাম।
আর্থিক সংকটে থাকা শিক্ষকদের প্রনোদনা দেয়ার দাবি জানান, সুজন সম্পাদক।
বরিশাল বিভাগে পাঁচ শতাধিক কিন্ডার গার্টেনের সাথে জড়িত ১০ সহস্রাধিক পরিবার। এ সব প্রতিষ্ঠানে লেখাপড়া করে ৭০ হাজার শিশু।