করোনাভাইরাসের কারণে চরম বিপর্যয়ের মুখে দেশের তৈরি পোশাকখাত
- আপডেট সময় : ০২:০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের কারণে চরম বিপর্যয়ের মুখে দেশের তৈরি পোশাকখাত। আগামী দু’সপ্তার মধ্যে চীনের শিপমেন্ট চালু না হলে, মার্চ মাসেই দেশের অর্ধেক গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যাবে। এমন আশঙ্কার কথা জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। আর চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার বলছে, সংকট থেকে শিক্ষা নিয়ে, গার্মেন্টেসের সঙ্গে টেক্সটাইল খাতকে শক্তিশালী করে গড়ে তুলতে সরকারকে উদ্যোগ নিতে হবে।
তৈরী পোষাক শিল্পে বিশ্বকে নেতৃত্ব দেয় বাংলাদেশ। কিন্তু ফেব্রিক্সসহ এক্সেসোরিসের দিক থেকে বাংলাদেশকে ৮০ শতাংশই নির্ভর করতে হয় চীনের ওপর। তাই দেশটিতে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ফলে, মারাত্মক প্রভাব পড়েছে বাংলাদেশের গামেন্টস খাতটিতে।
বিজিএমইএ বলছে, চলমান সংকট দীর্ঘয়িত হলে, মার্চেই বন্ধ হয়ে যাবে অর্ধেক গার্মেন্ট কারখানা।
দেরিতে হলেও চীন থেকে খুব দ্রুত শিপমেন্ট শুরুর খবর পাওয়া গেছে। এসব পণ্য বন্দরে পৌছলে, অগ্রাধিকার ভিত্তিতে খালাসের সঙ্গে বিদেশী বায়ারদেরকে পজেটিভলি বোঝাতে সরকারসহ সব পক্ষকে উদ্যোগী হতে হবে।আর চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার বলছে, বিকল্প বাজার থেকে কাঁচামাল এনে শিল্প টিকিয়ে রাখা সম্ভব নয়। এই বাস্তবতায় দ্রুত টেক্সটাইলসহ গার্মেন্টস এক্সোসোরিস শিল্পকে প্রতিষ্ঠিত করার সুযোগ আছে। তবে এজন্য উদ্যোগী হতে হবে সরকারকে। ফুটেজ-১
চলতি অর্থবছরের প্রথম ৫ মাসই টানা নেতিবাচক প্রবৃদ্ধি ছিলো তৈরী পেশাক শিল্পে। সংকট কাটিয়ে ডিসেম্বরে কিছুটা পজেটিভ প্রবৃদ্ধি হলেও, জানুয়ারিতে এসে করোনাভাইরাসের নতুন সংকটে পড়ে শিল্পটি। সহসা এই ক্ষতি পুষিয়ে ওঠা কঠিন বলে জানান সংশ্লিষ্টরা। ফুটেজ-১