করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চীনের অবরুদ্ধ নগরী উহান থেকে ৩১৪ বাংলাদেশি দেশে ফিরেছেন

- আপডেট সময় : ০২:৪৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চীনের অবরুদ্ধ নগরী উহান থেকে ৩১৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। বেলা ১১টা ৫৩ মিনিটে তাদের বহনকারী বিশেষ বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।
গেলো ২৪ ঘন্টায় চীনে করোনাভাইরাসে আরো ৪৬ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫৯ জনে। এদিকে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। একইসাথে দুই সপ্তাহের মধ্যে চীন ভ্রমণ করা বিদেশি নাগরিকদের দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করেছে কতৃর্পক্ষ। এছাড়া ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশ থেকে ফিরিয়ে আনা মার্কিন নাগরিকদের প্রথম ১৪ দিন আলাদা স্থানে রাখা ব্যবস্থা করেছে যুক্তরাষ্ট্র। এদিকে শনিবার চীনের ন্যাশনাল হেলথ কমিশনের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানায়, করোনা ভাইরাস আত্রান্ত রোগীর সংখ্যা এখন ১১ হাজার ৭৯১ জন। তবে আক্রন্তের সঠিক সংখ্যা লুকানোর অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে। এছাড়া ভাইরাসটি এরইমধ্যে চীন ছাড়া ছড়িয়ে পড়েছে আরো ২২টি দেশে। তবে চীনের বাইরে কোন মৃতের খবর পাওয়া যায়নি। করোনা ভাইরাসের মহামরি ঠেকাতে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।