করোনাভাইরাসের বিস্তারের মধ্যে ইরান ও ইতালিতে নতুন রোগী ও মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে
- আপডেট সময় : ১০:৩৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
চীনের বাইরে নভেল করোনাভাইরাসের বিস্তারের মধ্যে ইরান ও ইতালিতে নতুন রোগী ও মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। এক রাতের মধ্যে নতুন ২১ জনের দেহে এই ভাইরাস ধরা পড়ায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
নিউ ইয়র্কে এই রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জনে, তাদের মধ্যে ১০ জন হাসপাতালে ভর্তি আছেন বলে নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো জানিয়েছেন। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি নভেল করোনাভাইরাস মোকাবেলায় রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন। এদিকে ইরানে শনিবার নভেল করোনাভাইরাসে নতুন করে ২১ জনের মৃত্যু হয়েছে, মধ্যপ্রাচ্যের দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ জনে। এদিন এই ভাইরাস সংক্রমণে দ্বিতীয় একজন এমপিরও মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। ইরানে নভেল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ছয় হাজারে পৌঁছেছে। সবচেয়ে বেশি আক্রান্ত দেশ ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এই রোগে মৃতের সংখ্যা ২৩০ জন ছাড়িয়েছে। আর শনিবার নতুন করে ১২০০ জনের এই ভাইরাস ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৮৩ জনে। গত ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম নভেল করোনাভাইরাস দেখা দেয়। এরইমধ্যে এই ভাইরাস বিশ্বের ৯০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে, আর মারা গেছেন ৩ হাজার ৪০০ এর বেশি মানুষ।