করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক সংসদ সদস্য হাজি মকবুল হোসেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আওয়ামী লীগ নেতা ও ঢাকার সাবেক সংসদ সদস্য হাজি মকবুল হোসেন।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেল রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। ১৯৯৬-২০০১ মেয়াদে ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য মকবুল হোসেন আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাজি মকবুলের ছেলে আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য।