করোনাভাইরাসে দৈনিক সংক্রমণে নতুন রেকর্ড করল যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ১০:১৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ আবারো বাড়ছে দ্রুত গতিতে । কিছু দেশে সংক্রমণের মাত্রা বাড়ায় শনাক্তের সংখ্যাও বাড়ছে। দৈনিক সংক্রমণে নতুন রেকর্ড করল যুক্তরাষ্ট্র। দেশটিতে গতকাল ১০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে কোনো দেশে এক দিনের ব্যবধানে এত রোগী শনাক্ত হয়নি।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে এ ভাইরাসে শনাক্ত হয়েছেন ২২ লাখ ৭৭ হাজার ৮৯৩ জন। মারা গেছেন ৪ হাজার ৯৬৭ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ কোটি ২৮ লাখ ৬৭ হাজার ৪১৩ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৬৫ হাজার ৫৮৯ জনে। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষ অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৭০ লাখ ৪৮ হাজার ৭৯৪ জন এবং মারা গেছেন আট লাখ ৪৮ হাজার ৮০৪ জন। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার ৭৬৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৮১ হাজার ৮৯৩ জন। আক্রান্তের তালিকায় পরের স্থানগুলোতে রয়েছে ব্রাজিল, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, জার্মানি, স্পেন, ইরান ও ইতালি।