করোনাভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশে প্রাণহানির সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে
- আপডেট সময় : ০২:০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
করোনাভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশে প্রাণহানির সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে । এর মধ্যে শুধু চীনেই মারা গেছে ৩ হাজার ১৭৬ জন। সবচেয়ে ভয়াবহ অবস্থা এখন ইতালিতে।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের হিসেবে, বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার। নতুন করে এ ভাইরাস শনাক্ত হয়েছে পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়া ও কেনিয়ায়। রোববার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানায়, দেশটিতে নতুন ২০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন । এদের মধ্যে ১৬ জনই বিদেশ ফেরত । বাকি চারজন করোনাভাইরাসের উৎস উহান শহরের । এরআগে, গত শুক্রবার দেশটিতে নতুন ১১ জন করোনা রোগী শনাক্ত হন । এদের মধ্যেও বেশিরভাগই বিদেশফেরত নাগরিক । এ নিয়ে চীনে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ৮৪৪ জন । চীনে করোনা আক্রান্তদের মধ্যে ৬৬ হাজার ৯১৩ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন । চিকিৎসাধীন অন্তত ১০ হাজার ৭৩২ জন ।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার থেকে আগের ২৪ ঘণ্টায় ইউরোপে করোনায় প্রাণহানি হয়েছে ২৫০ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৬৬ জন ।