করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে

- আপডেট সময় : ০২:৫০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
দুনিয়াজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, বৈশ্বিক এ মহামারিতে ১৮১টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৮৩ হাজার ৮৪। এর মধ্যে ৫৮ হাজার ২৪৩ জনের মৃত্যু হয়েছে।চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে দুই লাখ ২৫ হাজার ৪২২ জন। যুক্তরাষ্ট্রে শুক্রবার একদিনেই করোনাভাইরাসে আক্রান্ত ১২ হাজারেরও বেশি রোগী শনাক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন। যুক্তরাষ্ট্রে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ৬৬ হাজার ৬৭১। এর মধ্যে ছয় হাজার ৯২১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার নতুন করে শনাক্ত হয়েছে ১২ হাজার ৬৪১ জন। এদিন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৫৪৭ জন। ভারতে শুক্রবার ৪৭৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া, মোট রোগীর সংখ্যা পৌছেছে ২ হাজার ৫৪৭ জনে। সংক্রমণের দিক থেকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে আছে পাকিস্তান। দেশটিতে ২ হাজার ৬৩৭ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে।