করোনাভাইরাসে সারাদেশে ২৪ ঘণ্টায় আরো ৩৩ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
সারাদেশে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৩ জনই পুরুষ। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হলো ২ হাজার ৪২৪ জনের। আর একদিনে নতুন করে ৩ হাজার ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা
ব্রিফিংয়ের ডা. নাসিমা আরো জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৪৫৩টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ১৬৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর ফলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো সারাদেশে ১ লাখ ৯০ হাজার ৫৭ জন। শনাক্তের হার ২৩ দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা এক হাজার ৯১৩ জন আর নারী ৫১১ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯১০ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩ হাজার ২২৭ জন।