করোনাভাইরাস প্রতিরোধে নগরীর রাজপথের চালচিত্র
- আপডেট সময় : ০৬:৫৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ ছুটির তৃতীয় দিনে রাজধানী ঢাকায় এখন সুনসান নীরবতা। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় রাস্তাঘাটও জনশূন্য। তবে নিরাপত্তার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিতে মাঠে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা। এমন পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা।
বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের যে দাপট চলছে, বাংলাদেশেও তার আঘাত লেগেছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে ২৬ মার্চ ।
এই সাধারণ ছুটি চলাকালে জনসাধারণকে ঘরে থাকার আহ্বান জানানো হয়। জন সাধারণের ঘরে থাকা নিশ্চিত করতে সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা।
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে যে কোন ধরনের জনসমাগম নিষিদ্ধ। বন্ধ গণ পরিবহনও। তবে বিশেষ প্রয়োজনে চলাচল করতে দেখা যায় নগরবাসীকে।
এমন পরিস্থিতিতে চরম বিপাকে নিম্ন আয়ের মানুষ।
কড়াকড়ির আওতামুক্ত কেবলই জরুরি সার্ভিস। ব্যক্তিগত সুরক্ষার কথা বিবেচনা করে সামাজিক দূরত্ব বজায় রাখাতে, বিশেষ প্রয়োজনে বের হওয়া সীমিত সংখ্যক যানবাহনকে আটকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
করোনা ভাইরাস প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।