করোনাভাইরাস মহামারীর সাম্প্রতিক ‘হটস্পট’ লাতিন আমেরিকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
করোনাভাইরাস মহামারীর সাম্প্রতিক ‘হটস্পট’ লাতিন আমেরিকায় মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে।সম্প্রতি এ অঞ্চলটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারীটির নতুন উপকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে, অন্যান্য অঞ্চলে সংক্রমণের জোয়ারে ভাটার টান শুরু হলেও এখানে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
মঙ্গলবার লাতিন আমেরিকাজুড়ে মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়ানোর পাশাপাশি মেক্সিকোতে এক দিনে রেকর্ড নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে।
এদিন মেক্সিকোতে ছয় হাজার ২৮৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে এবং করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আরও ৭৯৩ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৯১ হাজার ৪১০ জনে এবং মৃতের সংখ্যা ২৩ হাজার ৩৭৭ জনে দাঁড়িয়েছে। এই অঞ্চলে ব্রাজিলের পর মেক্সিকোর পরিস্থিতিই সবচেয়ে নাজুক হয়ে পড়েছে।