করোনার উপসর্গ নিয়ে বিভিন্ন জোলায় ১০ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৪:৫৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
করোনার উপসর্গ নিয়ে কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, সাভার, ফরিদপুর, মাদারীপুর, ভোলা, গাজীপুর ও ফেনীতে ১০ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্তে মৃতদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। আর সংক্রমণ রোধে আশপাশের এলাকা লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
কুষ্টিয়ায় জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মৃত্তিকাপাড়ায় একজন মারা যান। সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, যশোর থেকে আনসার সদস্য জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কুষ্টিয়ার বাড়ীতে আসেন।অন্যদিকে, দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রামে মারা যান আরো একজন। কয়েকদিন ধরে তিনি জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
টানা ১০ দিন জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগে ব্রাহ্মণবাড়িয়ায় এক নারীর মৃত্যু হয়েছে। সকাল ৭টায় শহরের কাউতলীতে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মুনা বেগম মারা যান।
লক্ষ্মীপুরের কমলনগরে করোনা উপসর্গে হারুন মাঝি নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার চরফলকন ইউনিয়নে নিজ বাড়ীতে মারা যান তিনি। পরে উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল টিম মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে। এ ঘটনায় নিহতের বাড়ীসহ ৪টি বাড়ী লকডাউন করা হয়েছে।
ঢাকার ধামরাইয়ের বাথুলি এলাকায় জ্বর, কাশি, শ্বাসকষ্টে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে স্বাস্থ্য কর্মীরা নমুনা সংগ্রহ করেছেন। একই সাথে তার পরিবারে অন্য আরও ৩ জনেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আশপাশের এলাকা লকডাউন করা হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ছামাদ মন্ডল নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। ঝিনাইদহের খাজুরিয়া গ্রামে তার বাড়ী। মধুখালী পুলিশ জানায়, ঝিনাইদহ থেকে মধুখালী উপজেলার কামারখালী গ্রামে কৃষি-কাজের জন্য এসেছিল সে।
মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। সিভিল সার্জন ডা শফিকুল ইসলাম জানান, করোনা শনাক্তে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে ভোলার লালমোহন উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম আবুল কালাম সরদার। এরপর শুক্রবার রাতে উপজেলার কাশ্মির গ্রাম, নর্থ গজারিয়া গুচ্ছগ্রাম ও পার্শ্ববর্তী ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন।
গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামে জ্বর ও শ্বাসকষ্টে একজনের মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ।
এদিকে, ফেনীর পরশুরামে শ্বাসকষ্ট জনিত সমস্যায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার কোলাপাড়ার বাড়িতে মারা যায় সে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, করোনা পরিস্থিতি মোকাবিলায় কিছুদিন ধরে সে ত্রাণ বিতরণের কাজে নিয়োজিত ছিলো। একপর্যায় শুক্রবার রাতে তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে সকালে, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।