করোনার ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে ৩০ মার্চে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পিছিয়ে যাবে
- আপডেট সময় : ০৭:৪৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
করোনার ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে ৩০ মার্চে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পিছিয়ে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় শিক্ষার্থী ও তাদের সাথে সংশ্লিষ্টদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর ১৭ই মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত স্কুল-কলেজসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। এরপর পরিস্থিতির উন্নতি না হওয়ায় এই ছুটির মেয়াদ ক্রমাগত বাড়ানো হয় দফায় দফায়।
সবশেষ গত ২৭ ফেব্রুয়ারি দেশের সব স্কুল-কলেজ আগামী ৩০ মার্চ থেকে, বিশ্ববিদ্যালয়গুলো ২৪ মে এবং ১৭ মে থেকে হল খুলে দেয়ার সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়। এরই মাঝে দেশের করোনা পরিস্থিতি আবার আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে বলে বৃহস্পতিবার জানান স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক।
করোনার এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে খোলা সম্ভব হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় প্রতিদিনই করোনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছেও বলে জানান শিক্ষামন্ত্রী।