করোনার কারণে এবার অনেকটাই ক্রেতা শূন্য রাজধানীর পশুরহাট
- আপডেট সময় : ০৮:৩৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
প্রতি বছর রাজধানীতে কোরবানীর পশুর হাট জমজমাট থাকলেও করোনার কারণে এবার অনেকটাই ক্রেতা শূন্য। আবার যাও ক্রেতা-বিক্রেতা আছে, তারা মানছেন না স্বাস্থ্যবিধি। এদিকে নিজের সুরক্ষায় সবাইকে স্বাস্থ্যবিধি বাস্তাবায়নে নির্দেশনা দিয়েছেন উত্তরের সিটি মেয়র আতিকুল ইসলাম। অন্যদিকে বিধি ভঙ্গের দায়ে কয়েকজনকে জরিমানা করেছে মোবাইলকোর্ট। পশুর হাটে ক্রেতাদের উপস্থিতি কম থাকায় লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। দামের বিষয়ে ক্রেতারা জানালেন মিশ্র প্রতিক্রিয়া।
করোনা সংক্রমণ রোধে এবার সীমিত পরিসরে কোরবানীর পশুর হাট বসানোর উদ্যোগ নেয় ঢাকার দুই সিটি কর্পোরেশন। । দক্ষিণে ১১টি আর উত্তরে ৬টিসহ হাটে বসেছে মোট ১৭টি ।
এরমধ্যে রাজধানীর আফতাব নগর হাটে বেশি মুনাফা লাভের আশায় রংপুর,দিনাজপুর,নাটোর,ফরিদপুর ও রাজশাহীসহ বিভিন্ন জেলা থেকে পশু নিয়ে এসেছেন খামারী ও ব্যবসায়ীরা। তবে বেচা-বিক্রির দ্বিতীয় দিনেও ক্রেতা কম হওয়ায় হতাশ তারা।
হাটে নারী ও শিশুদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না অনেকে । অনলাইনে কেনাবেচা নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও জানান ক্রেতা ও বিক্রেতারা।
পছন্দের পশু কিনতে পেরে খুশিরও কথা জানান কেউ কেউ।
হাটে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে সতর্ক পুলিশ।
তবে হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে অভিযোগ করেন ক্রেতারা। তবে তা অস্বীকার করলেন ইজরাদার।
দুপুরে ভাটারা সাইদনগরে অস্থায়ী পশুর হাট পরিদর্শনে যান ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। এ সময় স্বাস্থ্যবিধি বাস্তবায়নে ইজারাদারকে নির্দেশনা দেয়ার পাশাপাশি ক্রেতাদের তা মানতে বিশেষভাবে আহবান জানান তিনি।
স্বাস্থ্যবিধি অমান্য করায় তিনজনকে জরিমানা করে উত্তর সিটির নির্বাহী ম্যাজিষ্ট্রেট ।