করোনার কারণে বিশ্বব্যাপী রফতানি বাণিজ্য, রেমিট্যান্স ও ব্যক্তি খাতে বিনিয়োগে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে
- আপডেট সময় : ০৮:১৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে রফতানি বাণিজ্য, রেমিট্যান্স ও ব্যক্তি খাতের বিনিয়োগে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। এমন আশংকার কথা জানিয়ে বেসরকারি গবেষণা সংস্থা- সিপিডি বলছে, একই কারণে দেশে রাজস্ব আয়ে ঘাটতি হতে পারে প্রায় এক লাখ কোটি টাকা। সিপিডির ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে একথা জানান নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। আর সংস্থার সম্মানীয় ফেলো প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান বলেন, করোনার কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে ছোট ব্যবসা।
প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। ভাইরাসটি বাংলাদেশেও হানা দিয়েছে। ইতোমধ্যে দেশে করোনায় দু’জনের মৃত্যু হয়েছে। মহামারির প্রাদুর্ভাব ঠেকাতে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
করোনার স্বাস্থ্য ও অর্থনৈতিক ঝুকি বিষয়ে ভার্চুয়াল সংবাদ ব্রিফিং করে সিপিডি। জানানো হয় করোনার প্রভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে দেশের ছোট ব্যবসা।
এতে রফতানি বাণিজ্য, রেমিট্যান্স ও ব্যক্তি খাতের বিনিয়োগে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে বলেও জানায় সিপিডি ।
এছাড়া বাণিজ্যে প্রভাবের কারনে, চলতি অর্থ বছরে দেশের রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির আশংকা করছে সিপিডি।