করোনার ঝুঁকি এড়াতে ঈদে নিজ নিজ অবস্থানে থাকতে প্রধানমন্ত্রীর আহ্বান
- আপডেট সময় : ০৭:২৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ রোধে যে যেখানে আছেন, সেখানে থেকেই এবার ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জীবন বাঁচলে পরেও উৎসব করা যাবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন সংস্থার নবসৃষ্ট অবকাঠামো এবং নৌযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ১০ হাজার কিলোমিটার নৌপথকে পণ্য ও যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।
দেশে চারটি নতুন মেরিন একাডেমিসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের কয়েকটি অবকাঠামো ও নৌযানের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।একে একে উদ্বোধন করেন, বিআইডব্লিউটিএ’র ২০টি কাটার সাকশন ড্রেজার, ৮৩টি ড্রেজার সহায়ক জলযান, প্রশিক্ষণ জাহাজ ,বিশেষ পরিদর্শন জাহাজ ‘পরিদর্শী’, নবনির্মিত নারায়ণগঞ্জ ড্রেজার বেইজ; দুইটি উপকূলীয় যাত্রীবাহী জাহাজ ‘এমভি তাজউদ্দীন আহমদ’ ও ‘এমভি আইভি রহমান’, ‘পায়রা আবাসন’ পুনর্বাসন কেন্দ্র।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, এসব অবকাঠামো এবং জলযান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নৌখাতে উন্নয়নে নতুন মাত্রা সংযোজন করবে।
তিনি বলেন, দেশের নদী এবং সমুদ্রবন্দরগুলো যেন প্রতিবেশী রাষ্ট্রগুলো ব্যবহার করতে পারে সে পরিকল্পনা নিয়েই কাজ ।
করোনা সংক্রমন রোধে ঈদ উদযাপনের জন্য অন্য জেলায় না গিয়ে নিজ নিজ এলাকায় অবস্থান করার নির্দেশ দেন সরকার প্রধান।