করোনার টিকা ক্রয়, প্রয়োগ এবং করোনা টেষ্টের খরচে বিশাল অনিয়ম : জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, করোনার টিকা ক্রয়, টিকা প্রয়োগ এবং করোনা টেষ্টের খরচে বিশাল অনিয়মের প্রশ্ন উঠেছে। তাই করোনার টিকা ক্রয়, প্রয়োগ এবং করোনা পরীক্ষার খরচে দুর্নীতি হচ্ছে কিনা তা এখনই খতিয়ে দেখা সময়ের দাবি। এক ভিডিও বার্তায় জাতী পার্টি চেয়ারম্যান আরো বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, ৫’শ টাকায় কেনা এক ডোজ টিকা প্রয়োগে খরচ করা হয়েছে আরো আড়াই হাজার টাকা। সব মিলিয়ে এক ডোজ টিকা প্রয়োগে ব্যায় হচ্ছে তিন হাজার টাকা। বিশেষজ্ঞদের চোখে এটি অগ্রহণযোগ্য ও অস্বাভাবিক। অথচ স্বাস্থ্য মন্ত্রণালয় খরচের হিসেবে অসংঙ্গতি নিয়ে কথা বলছেন না। দ্রুত এ বিষয়ে জনগণকে তথ্য জানাতে স্বাস্থ্যমন্ত্রণালয়ের প্রতি আহবান জানান জিএম কাদের।