করোনার টিকা গ্রহণে আগ্রহ বাড়ছে বগুড়ায়
- আপডেট সময় : ০৭:১৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
করোনার টিকা গ্রহণে আগ্রহ বাড়ছে বগুড়ায়। প্রতিদিনই ভিড় বাড়ছে টিকাদান কেন্দ্রগুলোতে। তবে টিকা গ্রহণে পিছিয়ে আছে নারীরা। এদিকে, স্বাস্থ্যকর্মীর ভূয়া পরিচয়ে টিকা নিচ্ছে অনেকেই।
সাত ফেব্রুয়ারি থেকে সারাদেশের মতো বগুড়াতেও শুরু হয়েছে টিকাদান। প্রথমদিকে কেন্দ্রগুলো ফাঁকা থাকলেও এখন ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে। জেলায় প্রতিদিন অনলাইনে রেজিস্ট্রেশন করছে প্রায় চার হাজার মানুষ। ১৫টি কেন্দ্রে তিন হাজারেরও বেশি লোক টিকা নিচ্ছে।
এক্ষেত্রে পিছিয়ে আছে নারীরা। আর, গ্রামাঞ্চলে টিকায় আগ্রহ কম। অভিযোগ উঠেছে, স্বাস্থ্যকর্মীর পরিচয়ে
টিকা নিচ্ছে অনেকেই।
নারীদের অংশগ্রহণ বাড়াতে উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান, হাসপাতালের তত্ত্বাবধায়ক।
পরিচয় গোপন রেখে টিকা গ্রহণ করলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন।
বগুড়ায় এ পর্যন্ত ৩৭ হাজার ২১৮ জনকে টিকা দেয়া হয়েছে। এদের মধ্যে ২৫ হাজার পুরুষ আর ১২ হাজার নারী।