করোনার টিকা নিতে আগ্রহীদের ভীড় বেড়েছে কেন্দ্রগুলোতে
- আপডেট সময় : ০৯:২২:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সব শংকা কাটিয়ে স্বাচ্ছন্দ্যে করোনার টিকা নিতে আগ্রহীদের ভীড় বেড়েছে কেন্দ্রগুলোতে। টিকাদান কার্যক্রমের চতুর্থদিনের মতো সম্মুখসারির যোদ্ধাসহ টিকা নেন নিবন্ধিত সাধারণ নাগরিকরাও। কেন্দ্রে গিয়ে নিবন্ধনের পাশাপাশি অনলাইনেও আগ্রহীদের সংখ্যা বেড়েছে। পার্শ্বপ্রতিক্রিয়া খুব একটা পাওয়া না গেলেও কেন্দ্রগুলোতে জরুরী চিকিৎসা সেবা দেয়ার জন্য নেয়া হয়েছে সব রকমের প্রস্তুতি।
সাধারণ মানুষের এমন ভীড় করোনার টিকা নিতে আসা শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের টিকাদান কেন্দ্রে। সপ্তাহখানেক আগেও যেখানে ভয় শংকা দেখা দিয়েছিল অনেকের মধ্যে তা কাটিয়ে এখন স্বাচ্ছন্দ্যে টিকা নিতে আসছেন নানা বয়স ও পেশার মানুষ।
এদিনও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সম্মুখসারির যোদ্ধা ছাড়াও টিকা নিতে আসেন আইনমন্ত্রী আসিনুল হক, ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। টিকা নিয়ে এটিকে নিরাপদ উল্লেখ করে স্বাস্থ্য সুরক্ষায় সকলকে নিশ্চিন্তে টিকা নেয়ার আহ্বান জানান তারা।
টিকাদান কর্মসূচির চতুর্থ দিন চললেও এখনও উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া পাচ্ছেন না চিকিৎসকরা। এরপরও জরুরী চিকিৎসা সেবা দেয়ার জন্য প্রতিটি কেন্দ্রেই রয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।