করোনার টিকা নিয়ে গোটা পরিস্থিতিকে জটিল করে ফেলেছে সরকার : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:৩৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
করোনার টীকা নিয়ে সরকার গোটা পরিস্থিতিকে আরো জটিল করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গ্যাটকো মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ অন্যান্যদের বিরুদ্ধে এখনও অভিযোগ গঠন না হলেও ৬ মাসের মধ্যে তা হাইকোর্ট নিষ্পত্তির নির্দেশ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন, এটি নিম্ন আদালতকে প্রভাবিত করবে। দুপুরে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন, বিএনপি মহাসচিব।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সরকার এক দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগকে প্রভাবিত করছে। যা নাগরিকের ন্যায়বিচার প্রাপ্তির পরিপন্থী। বেগম খালেজা জিয়া কে হেয় করার জন্য বিচার বিভাগকে ব্যবহার করা হচ্ছে।
টীকার মূল্য নিয়ে সরকার মিথ্যাচার করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, করোনা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। করোনার টীকা নিয়ে যে দূর্নীতি হচ্ছে। তা গোটা পরিস্থিতিকে লেজে গোবরে করে ফেলেছে।
জমিয়তে উলামায়ে ইসলাম ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তারা সরকারের চাপে টিকতে না পেরে জোট ছেড়ে দিয়েছেন।