করোনার ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্টের সাধারণ উপসর্গ মাথাব্যথা, গলাব্যথা আর সর্দি
- আপডেট সময় : ০১:২৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
করোনার ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্টের সাধারণ উপসর্গ মাথাব্যথা, গলাব্যথা আর সর্দি। গবেষকরা বলছেন, মনে হতে পারে সাধারণ মৌসুমি ঠাণ্ডায় আক্রান্ত হয়েছে কেউ। এবং তা নিয়েই বাইরে বিভিন্ন পার্টিতে অংশ নিচ্ছেন অনেকে। এভাবেই ছড়াতে পারে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট।
কোভিডের উপসর্গবিষয়ক গবেষক অধ্যাপক টিম স্পেক্টর বলেন, মে মাসের শুরু থেকে সবচেয়ে বেশি যে উপসর্গগুলো দেখা গেছে সেগুলো আগের উপসর্গগুলোর মতো নয়। জ্বরের উপসর্গ এখনও একই আছে। কিন্তু প্রথম ১০টির মধ্যে এখন গন্ধ না পাওয়ার উপসর্গটি আর নেই, বলেন অধ্যাপক স্পেক্টর। তরুণদের ক্ষেত্রে ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়াটা মারাত্মকভাবে সর্দি লাগার মতোই মনে হতে পারে। যদিও তাদের খুব বেশি অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা নেই, তবে তারা সংক্রামক হতে পারে এবং অন্যরা পড়তে পারেন ঝুঁকিতে। যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা বিভাগের মতে, সাধারণত কোভিডের যে উপসর্গ দেখা যায় তা হলো— কাশি, জ্বর, স্বাদ ও গন্ধ না পাওয়া। কিন্তু অধ্যাপক স্পেক্টর বলছেন, এই উপসর্গগুলো এখন আর তেমন দেখা যাচ্ছে না। কোভিড আক্রান্ত হাজার হাজার মানুষের উপসর্গভিত্তিক তথ্যের ভিত্তিতে এমনটি জানিয়েছে।